আটক
আটক

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধকোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ এক যাত্রী আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাস্টমসের যৌথ অভিযানে বৈদেশিক মুদ্রা জব্দ এবং আটকের এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক হওয়া ব্যক্তির নাম সাকিব নেওয়াজ। বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া। তাঁর বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে দুবাই যাওয়ার কথা ছিল। তবে গোপন তথ্যের ভিত্তিতে কর্মকর্তারা তাঁর ব্যাগ তল্লাশি করে সবজির কার্টনের ভেতর থেকে বিদেশি মুদ্রা উদ্ধার করেন।

উদ্ধার করা মুদ্রার মধ্যে রয়েছে ১ লাখ ৪০ হাজার সৌদি রিয়াল, ৫৭৫ ওমানি রিয়াল এবং ৯ হাজার ২০০ ইউএই দিরহাম। বাংলাদেশি মুদ্রায় এটা প্রায় ৫১ লাখ টাকা মূল্যমানের।

কর্মকর্তারা জানান, সরকার–নির্ধারিত পরিমাণের চেয়ে (সাত হাজার মার্কিন ডলার) বেশি মুদ্রা পাচারের চেষ্টা করায় সাকিব নেওয়াজের কাছে থাকা সব বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।