খুলনায় নারী ফুটবলারদের মারধরের ঘটনার নিন্দা, বিচার দাবি ৪৫ বিশিষ্ট নাগরিকের

মঙ্গলী বাগচীসহ চার নারী ফুটবলারকে মারধরের নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করেছেন ৪৫ বিশিষ্টজনেরা  
  ফাইল ছবি: প্রথম আলো

খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামে অনূর্ধ্ব-১৭ দলের চার নারী ফুটবলারকে মারধরের ঘটনার নিন্দা জানিয়েছেন দেশের ৪৫ জন বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, যথাযথ বিচার এবং নারী ফুটবলারদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানান তাঁরা।

গত ২৯ জুলাই বিকেলে তেঁতুলতলা গ্রামে চার নারী ফুটবলারকে মারধর করেন স্থানীয় কয়েকজন। ফুটবলাররা তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির খেলোয়াড়। একাডেমির এক সদস্যের ছবি তার পরিবারের সদস্যদের দেখানোর ঘটনাকে কেন্দ্র করে তাদের মারধর করা হয়। এতে আহত হয় চার নারী ফুটবলার মঙ্গলী বাগচী, সাদিয়া নাসরিন, হাজেরা খাতুন ও জুঁই মণ্ডল।

এ ঘটনার পরদিন নূপুর খাতুন, তাঁর বাবা নুর আলম, ভাই সালাউদ্দিন ও মা রঞ্জি বেগমকে আসামি করে থানায় মামলা করে সাদিয়া। ওই মামলায় নুর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার পরদিন সাদিয়াকে মামলা তুলে নিতে হুমকি দেন নূপুর, তাঁর মা ও ভাই। একই সঙ্গে সাদিয়া ও তার একাডেমির খেলোয়াড়দের শরীরে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে কিশোরীদের ফুটবলে অংশগ্রহণে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাচ্ছে। সে সময় এ ধরনের ঘটনা এবং পুলিশ প্রশাসনের আচরণ কেবল অনাকাঙ্ক্ষিই নয়, খেলাধুলায় অংশগ্রহণসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অগ্রযাত্রার ওপর একটি আঘাত বলে আমরা মনে করি।’

বিবৃতিদাতারা আরও বলেন, ‘গত বছর আমাদের নারী ফুটবলাররা সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে দক্ষিণ এশিয়ার সেরা হয়ে জাতির জন্য গৌরব বয়ে এনেছিলেন। তবে এখনো নারী ফুটবলারদের যেসব প্রতিবন্ধকতা মুখোমুখি হতে হয় সেগুলো দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ ক্ষেত্রে নারী ফুটবলারদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। সেটি না হলে সারা দেশে নারীদের খেলাধুলায় অংশ নেওয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের ওপর নেতিবাচক প্রভাব পড়বে, তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা হামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা, যথাযথ বিচার নিশ্চিত করা এবং অবিলম্বে আক্রান্ত নারী ফুটবলারদের পূর্ণ নিরাপত্তা বিধানের জোর দাবি জানাই।’

বিবৃতিতে স্বাক্ষর করেন হামিদা হোসেন, সুলতানা কামাল, রাশেদা কে চৌধূরী, জেড আই খান পান্না, আলী ইমাম মজুমদার, পারভীন হাসান, আনু মোহাম্মদ,  খুশী কবির, সাদেকা হালিম, ইফতেখারুজ্জামান, মেঘনা গুহঠাকুরতা, আবুল বারকাত, শহীদুল আলম, সৈয়দা রিজওয়ানা হাসান,  রানা দাশগুপ্ত প্রমুখ।