শুভ সকাল। আজ ১৩ জানুয়ারি, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
জানুয়ারির মাঝামাঝি এ সময়ে জেঁকে বসেছে শীত। দেশের চার জেলায় বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল থেকে রাজধানীতে ঘন কুয়াশা। বেলা ১১টার দিকেও কুয়াশা কাটেনি। দেশের অন্যত্রও একই অবস্থা। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবারের চেয়ে কমেছে আরও। কিশোরগঞ্জের নিকলী ও চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের বিভিন্ন স্থানে শীত বাড়বে। তবে শীতের তীব্রতা আগামীকাল শনিবার থেকেই কমতে শুরু করবে। আবার আগামী মঙ্গলবার থেকে কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে।
বিস্তারিত পড়ুন...
কাজী ফিরোজ রশীদকে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যানের পদসহ দলের সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলটির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কেও ওই পদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে জাতীয় পার্টির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিস্তারিত পড়ুন...
৭ জানুয়ারি প্রায় সবাইকে খুশি করেছে। বিএনপি খুশি-বেশির ভাগ ভোটার ভোটকেন্দ্রে যাননি। মঈন খান খুশি-জনগণ ভোট বর্জন করেছে। ওবায়দুল কাদের খুশি-জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। স্বতন্ত্ররা খুশি-তাঁরা বিপুলসংখ্যায় জয়লাভ করেছেন। নির্বাচন কমিশন খুশি-ভোট নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। বিদেশি পর্যবেক্ষকেরা খুশি-আপ্যায়ন ভালো, ব্যবস্থা সুন্দর, পরিবেশ শান্তিপূর্ণ। জনগণ খুশি-তিনজন মন্ত্রী, বেশ কজন সংসদ সদস্য হেরে গেছেন। আওয়ামী লীগ খুশি-নামে-বেনামে সবাই আওয়ামী লীগ, এমন সংসদ তারা প্রতিষ্ঠা করতে পেরেছে।
বিস্তারিত পড়ুন...
লোহিত সাগরে আন্তর্জাতিক সমুদ্রসীমায় চলাচলকারী জাহাজের ওপর হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ব্যবহৃত এলাকাগুলোয় আজ শুক্রবার ভোরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সহযোগিতায় এই হামলা চালানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তারপরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
বিস্তারিত পড়ুন ...
ভারতে সিনেমা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। গত বছরই দেশটিতে প্রবল বিতর্ক তৈরি হয় ‘পাঠান’ও ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে। বিতর্কের ভয়ে ওটিটি প্ল্যাটফর্মগুলো অনেক হিসাব-নিকাশ করে সিনেমা মুক্তি দেয়। তাতেও শেষ রক্ষা হলো না। প্রবল বিতর্কের মুখে নেটফ্লিক্সে মুক্তির পরও সরিয়ে নেওয়া হলো দক্ষিণি সিনেমা ‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’।
বিস্তারিত পড়ুন...