আদালত
আদালত

ব্যবসায়ীর দুই চোখ উপড়ে ফেলে হত্যাচেষ্টার মামলায় পাঁচজনের যাবজ্জীবন

১৬ বছর আগে রাজধানীর ডেমরায় রাজীবুল আলম (২৮) নামের এক ব্যবসায়ীর দুই চোখ উপড়ে ফেলে হত্যাচেষ্টার মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম আজ রোববার এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পাঁচ আসামি হলেন নাসির উদ্দীন, শামীম আহম্মেদ, দ্বীন ইসলাম, ইকবাল ও রাজীব। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পাঁচজন পলাতক থাকায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একই মামলা থেকে খালাস পেয়েছেন আরও পাঁচ আসামি।

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জের ধরে ২০০৮ সালের ২৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ব্যবসায়ী রাজীবুল আলমকে ডেমরার বড় ভাঙ্গা এলাকা থেকে অপহরণ করা হয়। এরপর একটি ফাঁকা জায়গায় নিয়ে তাঁর হাত-পা বেঁধে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে তাঁর মাথা থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে আসামিরা রাজীবুলের দুই চোখ উপড়ে ফেলেন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় রাজীবুলের বাবা শাহ আলম বাদী হয়ে ২০০৮ সালের ২৮ নভেম্বর ডেমরা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলা তদন্ত করে পরের বছরের ২৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১১ সালের ১২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে ১২ সাক্ষীকে আদালতে হাজির করা হয়।