রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসায় এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া তরুণীর নাম ঝুমুর আক্তার (২২)। তিনি বেগম বদরুন্নেসা মহিলা কলেজের এক শিক্ষার্থী ছিলেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।
ঝুমুরের পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আবুল হাসান প্রথম আলোকে বলেন, ঝুমুর যাত্রাবাড়ীর গোলাপবাগে তাঁর বোনের বাসায় থেকে পড়াশোনা করতেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার পর তাঁকে বাসায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। এরপর উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে কী কারণে এই অস্বাভাবিক মৃত্যু, সেটি খতিয়ে দেখা হচ্ছে।