গানে গানে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাবেন শিল্পীরা

গানে গানে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানাবেন সংগীতশিল্পীরা। এ উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্রসরোবরে ‘গেট আপ স্ট্যান্ড আপ’ শিরোনামে সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান ‘সোনার বাংলা সার্কাসের’ প্রবর রিপন এবং ‘কুল এক্সপোজারের’ এরশাদুল হক। অনুষ্ঠান শুরু হবে বেলা তিনটায়।

ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে একত্রিত হয়ে সুরের সঙ্গে সংহতি প্রকাশের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘শিক্ষার্থীদের সঙ্গে এই সংহতি হোক শান্তিপূর্ণ এবং গানে গানে। আমরা বাংলা গানের সেই সব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করব। যা বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল। আমরা সবাই একসঙ্গে গানগুলে গাইব। এভাবেই আমরা প্রতিবাদ জানাব।’

সব সংগীতশিল্পীর উপস্থিতি সেখানে মুখ্য বিষয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা সবাই একসঙ্গে দাঁড়ালে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। শক্তি অনুভব করবে যে আমরা তাদের পাশে আছি। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য একত্রিত হওয়ার। আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে সংহতি প্রকাশ করব।’

ঢাকার বাইরে থাকা শিল্পীদের নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।