সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৪ আগস্ট, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ মানুষ

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টায় বাঁধ ভাঙে। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা
ছবি: এম সাদেক

এই মুহূর্তে দেশে ১১টি জেলা বন্যাকবলিত। এই জেলাগুলোয় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এই মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী। আর এই বন্যায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। শুক্রবার দুপুর ১২টার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।

বিস্তারিত পড়ুন...

টিএসসিতে ত্রাণ দিতে আসা মানুষের ঢল

ট্রাকে ভরে ত্রাণসামগ্রী নিয়ে আসা হয়েছে টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কেন্দ্রে জমা দেওয়ার জন্য
সাজিদ হোসেন

দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহায়তা করার জন্য শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে। শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণসহায়তা পৌঁছে দিতে আসেন বিপুলসংখ্যক মানুষ।

বিস্তারিত পড়ুন...

একই হত্যা মামলার আসামি সাকিব ও ফেরদৌস

সাকিব আল হাসান (বাঁয়ে) ও ফেরদৌস আহমেদ (ডানে)

জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। তাঁরা দুজনেই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। পোশাককর্মী মো. রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে এই মামলা করা হয়েছে। বৃহস্পতিবার নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন।

বিস্তারিত পড়ুন...

অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী আটক

অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। ভারতে যাওয়ার প্রাক্কালে সীমান্তে তাঁকে আটক করা হয়েছে বলে শুক্রবার বিজিবি সদর দপ্তরের এক খুদে বার্তায় জানানো হয়েছে।

বিস্তারিত পড়ুন ...

ভোট ও বাক্‌স্বাধীনতা না থাকলে যা হয়...

দেয়ালচিত্রে ছাত্রজনতার আন্দোলন

জুন মাসের ৭ তারিখ, ২০২৪। প্রজ্ঞাপন জারি হলো, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে একজন সম্পাদককে নিয়োগ দেওয়া হয়েছে। এই ক্ষুদ্র কলাম লেখক তা দেখে তাঁর পত্রিকার বার্তাকক্ষে সহকর্মীদের উদ্দেশে একটা ভবিষ্যদ্বাণী উচ্চারণ করেন, ‘হাসিনা সরকারের পতনের আর দেরি নেই।’ সাংবাদিক সহকর্মীরা বললেন, ‘এটা কেন বলছেন?’

বিস্তারিত পড়ুন...