হত্যা
হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

সিলেট-চট্টগ্রাম মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে মহাসড়কের সদর উপজেলার সুহিলপুরে ও গতকাল সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার শশই এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামের মো. ইব্রাহিম মিয়ার স্ত্রী ফয়েজ বানু (৪৫) ও তাঁর মেয়ে ফেরদৌসী আক্তার (২০) এবং কিশোরগঞ্জের নান্দাইল এলাকার বাসিন্দা চালক মঈন মিয়া (২৬)।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন জানান, আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে বৈদ্যুতিক খুঁটিবাহী একটি ট্রাক্টর সদর উপজেলা থেকে সরাইল উপজেলার উদ্দেশে রওনা হয়। চট্টগ্রাম-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুহিলপুর এলাকায় পেছন দিক থেকে দ্রুতগামী একটি যাত্রীবাহী প্রাইভেট কার বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাক্টরকে ধাক্কা দেয়। এ সময় একাধিক বৈদ্যুতিক খুঁটি প্রাইভেট কারের ভেতরে ঢুকে যায়। এতে প্রাইভেট কারে থাকা মা–মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ গিয়ে নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। মামলার প্রস্তুতি চলছে।

সারোয়ার হোসেন জানান, সোমবার দিবাগত রাত একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার শশই এলাকায় এনা পরিবহনের একটি বাসের সঙ্গে মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে হয়। এতে পিকআপভ্যান চালক মঈন মিয়া (২৬) ঘটনাস্থলে নিহত হন। পিকআপভ্যানের চালকের অপর দুই সহযোগী রহিস মিয়া (২৮) ও সিদ্দিকুর রহমান (২৯) আহত হন। তাঁদের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়।