চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের দুজন নারী ও একটি শিশু। তাঁরা একই পরিবারের সদস্য। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের খৈয়াছড়া ঝরনা রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বগাচতরের আবুল কালামের স্ত্রী নুরজাহান বেগম (৫৫), তাঁর মেয়ে কাজলরেখা (২৫) ও কাজলরেখার ৮ মাস বয়সী ছেলে মো. আনাস। একই দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ দুজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। ভুট্টাবাহী ট্রাকটি সিএনজিচালিত অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, আহত হন দুজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের মিরসরাই স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন আমাদের হেফাজতে আছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।