রাসেল হত্যা

‘আব্বা বাহিনী’র নিয়ন্ত্রক আফতাবের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

আফতাব উদ্দিন ওরফে রাব্বি
ছবি: সংগৃহীত

দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের সাইফুল ইসলাম ওরফে রাসেল হত্যার অভিযোগে করা মামলায় ‘আব্বা বাহিনী’র অন্যতম নিয়ন্ত্রক আফতাব উদ্দিন ওরফে রাব্বির জামিন স্থগিত করে তাঁকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এই আদেশ দেন। এই মামলায় আফতাবকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।

এই মামলায় গত ২১ মার্চ হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান আফতাব। এই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। আফতাবের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

পরে সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম প্রথম আলোকে বলেন, রাসেল হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনের পর ‘আব্বা বাহিনী’র আফতাব কারামুক্তি পান। এ অবস্থায় তাঁর জামিন স্থগিত করে তাঁকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের জন্য নির্দেশনা চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। শুনানি নিয়ে আদালত আজ আদেশ দেন। ফলে আফতাবকে কারাগারে যেতেই হচ্ছে।

এর আগে গত ১০ জানুয়ারির পর ‘আব্বা বাহিনী’ আলোচনায় আসে। চাঁদার টাকার ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে ওই দিন সাইফুলকে টর্চার সেলে ছয় ঘণ্টা ধরে নির্যাতন করে হত্যা করেন আব্বা বাহিনীর সদস্যরা। তাঁকে নির্মম নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়। এর মধ্যে পুলিশ আফতাবসহ বাহিনীর কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করে।

কথিত আব্বা বাহিনীকে নিয়ে প্রথম আলোয় গত ফেব্রুয়ারি মাসে ‘বুড়িগঙ্গার ওপারে “আব্বা বাহিনী”’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই বাহিনীর প্রধান দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাছের উদ্দিন।

পরিচালনায় ছিলেন তাঁর ছেলে আফতাব। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত ১২ জানুয়ারি তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।