বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার পেছনে যাঁরা আছেন, তাঁদের খুঁজে বের করা হবে।
আজ রোববার রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের ১৫ বছরে আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক খান এ কথা বলেন।
পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে যাঁরা, তাঁদের খুঁজে পাওয়া যাবে কি না—এমন এক প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বঙ্গবন্ধু হত্যার সব মাস্টারমাইন্ডের ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি।
ফারুক খান আরও বলেন, ‘আমরা জানি যে বেগম জিয়া সেদিন ঘটনার কিছুক্ষণ পূর্বে তাঁর বাসা থেকে একটি গাড়িতে করে কোনো গাড়িবহর ছাড়াই বের হয়ে যান। এতে প্রমাণিত যে তিনি জানতেন ঘটনা ঘটবে। এ ঘটনার বিচার যেন সুষ্ঠুভাবে হয়, সে জন্য কাজ চলছে। ’
সেখানে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। ফারুক খানের মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘আমি ব্যক্তিপর্যায়ে কোনো কথা বলতে চাই না।’ বিচারকাজে হস্তক্ষেপ করা যুক্তিযুক্ত নয় বলে মন্তব্য করেন তিনি।
আবদুল মঈন খান বলেন, ‘আমি একটি কথাই বলি, বিচারকার্যে হস্তক্ষেপ করা যুক্তিযুক্ত নয়। আমাদের বিচারকেরা তাঁদের নীতিতে অবিচল থেকে ন্যায়বিচারের মাধ্যমে বিষয়টি অতি দ্রুত সুরাহা করবেন। ১৫ বছর পরে সেই প্রত্যাশা করি।’
আবদুল মঈন খান আরও বলেন, ‘এ ঘটনা কীভাবে ঘটেছে, এ ঘটনা যবনিকার পেছনে কী ছিল, আজকে বাংলাদেশের মানুষ সেই সত্যি জানতে চায়।’ মামলার বিচারকার্য কেন বিলম্ব হচ্ছে, তা জানতে চান তিনি।