ডেঙ্গু
ডেঙ্গু

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

দেশে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি মাসে তিনজনের মৃত্যু হলো। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। এর মধ্যে সর্বোচ্চ ২৩ জন ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগের (চট্টগ্রাম সিটি করপোরেশন বাদ দিয়ে) বিভিন্ন হাসপাতালে।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৭ জন মারা গেছেন। তাঁদের মধ্যে নারী ২৬ জন, পুরুষ ২১ জন। একই সময়ে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪ হাজার ৪১ জন। তাঁদের মধ্যে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৭২৪ জন।