বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বিজিবির অভিযান

অক্টোবর মাসে ২২৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ২৪৩ জন  

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ আরও কিছু স্থানে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও মাদকসহ ২২৫ কোটি ৮৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে। একই সময়ে মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৪৩ জনকে আটক করেছে।

আজ বৃহস্পতিবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, তিনটি গানজাতীয় অস্ত্র, একটি রাইফেল, একটি  রিভলবার, তিনটি গ্রেনেড, একটি রকেট বোমা, দুটি ম্যাগাজিন ও ২৭০ রাউন্ড গুলি।

জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৫ লাখ ৯০ হাজার ৯৭৭টি ইয়াবা বড়ি, ৩ কেজি ১৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১১ কেজি ৮০২ গ্রাম হেরোইন, ২৬ হাজার ৫৯৯ বোতল ফেনসিডিল, ২১ হাজার ৬০৫ বোতল বিদেশি মদ, ১ হাজার ৪১২ কেজি গাঁজা, ৭৪ হাজার ৬৫৬ নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ১৯ কেজি ৩৩৩ গ্রাম কোকেন প্রভৃতি।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত অক্টোবর মাসে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৪৫ জন বাংলাদেশি ও ২৮ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ২৯৮ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।