সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ রোববার, সপ্তাহের প্রথম কর্মদিবস। মৌলভীবাজারের কুলাউড়ার নির্জন পাহাড়ি এলাকার গতকাল শনিবারের অভিযানে  নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র ১০ সদস্যকে গ্রেপ্তার করে সিটিটিসি। ‘ইমাম মাহমুদের কাফেলা’র সদস্য সোহেল তানজিমের গ্রেপ্তার না হলেও তাঁর স্ত্রী গ্রেপ্তার হন। সোহেল তানজিমকে নিয়ে লেখা একটি প্রতিবেদন আজ পড়েছেন অনেক পাঠক। বাংলাদেশে সফররত মার্কিন কংগ্রেসের দুই সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন। এ–সংক্রান্ত প্রতিবদেনটিও যথেষ্ট পঠিত হয়েছে। এসবের বাইরে আন্তর্জাতিক, বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

‘ওরে ডাক্তার বানাইতে আমি যে কী কষ্ট করেছি, আর ও হইল জঙ্গি’

ঘিরে রাখা বাড়ি থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাচ্ছে সিটিটিসি। শনিবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী পূর্ব টাট্রিউলি গ্রামে

চিকিৎসক ছেলে সোহেল তানজিমকে নিয়ে আক্ষেপ করছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন। তিনি বলছিলেন, ‘ওরে ডাক্তার বানাইতে আমি যে কী কষ্ট করেছি। আর ও হইল জঙ্গি। ও আমার সম্মানহানি করছে।’ বিস্তারিত পড়ুন...

রাজনৈতিক দলগুলোর সমঝোতার পথ আছে কি না, জানতে চেয়েছেন কংগ্রেস সদস্যরা

বাংলাদেশ সফররত মার্কিন কংগ্রেসের দুই সদস্য আজ রোববার দুপুরে রাস্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘তাদের (দুই কংগ্রেস সদস্য) কাছে বিভিন্ন লোকজন বলেছে, বাংলাদেশ একটি ভয়ংকর জায়গা। এরা চীনের খপ্পরে পড়ে গেছে। চীনের গোলাম হয়ে গেছে। এখানে অশান্তি আর অশান্তি।  তবে এসব কোনোটিই সত্য নয়।’ বিস্তারিত পড়ুন...

পাকিস্তানের সামনে এখন কী

শাহবাজ শরিফ, ইমরান খান, বিলাওয়াল ভুট্টো, আসিম মুনির

রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, যদি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তার সাংবিধানিক সময়সীমার চেয়ে প্রসারিত হয়, তাহলে পাকিস্তান একটি নির্বাচিত সরকার ছাড়া দীর্ঘদিন পরিচালিত হওয়ার পরিস্থিতিতে পড়বে। বিস্তারিত পড়ুন...

‘আল হিলাল থেকে এক পা দূরে নেইমার’

তাহলে সৌদি আরবেই যাচ্ছেন নেইমার?

রোমানোর এই টুইটের প্রায় সঙ্গে সঙ্গেই ফ্রান্সের আরএমসি স্পোর্তের সাংবাদিক জানিয়েছেন, ‘নেইমার সৌদি আরবের পরাশক্তি দলের সঙ্গে চুক্তি করা থেকে আর মাত্র এক ধাপ দূরে।’ বিস্তারিত পড়ুন...

‘ভুল করে’ বিয়ে করলেন অপু বিশ্বাস, সাত মিনিট পর উধাও ‘গট ম্যারিড’ পোস্ট

আজ দুপুরে অপু বিশ্বাসের ফেসবুক অ্যাকাউন্টে হঠাৎ দেখা যায় ‘গট ম্যারিড’ স্ট্যাটাস

অপু বলেন, ‘বিষয়টি (গট ম্যারিড) অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। আমি ফেসবুক আপডেট দিয়েছিলাম। সে সময় এটি ঘটেছে।  বিস্তারিত পড়ুন...