‘মায়ের দুধ ১২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা যায়। কর্মজীবী নারীরা তাঁদের শিশুদের জন্য দুধ পরিষ্কার কৌটায় ঘরে রেখে যেতে পারেন। শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প কিছু নেই। এভাবেই আপনার শিশু সুস্থ ও সবল হয়ে গড়ে উঠবে।’
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে অবহিতকরণ কর্মশালায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব কথা বলেন। সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে আজ বৃহস্পতিবার সকালে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সেখ ফজলে রাব্বি। স্বাগত বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা মোহাম্মদ নওশাদ খান। আলোচনায় অংশ নেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহকারী পরিচালক জয়াশীষ রায়। সঞ্চালনা করেন স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।
সভায় জেলা প্রশাসক বলেন, মায়ের দুধের বিকল্প নেই। যেসব প্রতিষ্ঠান মায়ের দুধের বিকল্প হিসেবে শিশুদের কৃত্রিম দুধ বা খাদ্য খাওয়াতে উদ্বুদ্ধ করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা তারা করতে পারে না। আইনে এ বিষয়ে সুস্পষ্ট উল্লেখ রয়েছে।