বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি নিয়ে ‘যুব গণতন্ত্র মঞ্চ’ নামে একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। আজ সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নতুন এ জোটের ঘোষণা দেওয়া হয়।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য’ নামে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটে।
আজ আত্মপ্রকাশ করা যুব গণতন্ত্র মঞ্চে ছয়টি সংগঠন রয়েছে। সেগুলো হলো জাতীয় যুব পরিষদ, নাগরিক যুব ঐক্য, বিপ্লবী যুব সংহতি, ভাসানী যুব পরিষদ, বাংলাদেশ যুব ফেডারেশন ও রাষ্ট্র সংস্কার যুব আন্দোলন।
অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক যুব ঐক্যের সভাপতি সাম্য শাহ। এতে ১০ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো অবিলম্বে এই সরকারের পদত্যাগ; অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন; রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বেকারদের দক্ষতা বৃদ্ধি; দেশের সব উপজেলায় শিল্পাঞ্চল প্রতিষ্ঠা; মাদক–বাণিজ্য নির্মূল করা; সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষার টাকা নেওয়া বন্ধ করা; যুব খাতে বরাদ্দ বৃদ্ধি; যুবকদের বিনা জামানতে ঋণ দেওয়া; বেকারদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়া এবং কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় যুব পরিষদের সভাপতি এস এম শামসুল আলম। এ সময় আরও বক্তব্য দেন বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী, যুব ফেডারেশনের সভাপতি উৎসব মোসাদ্দেক, ভাসানী যুব পরিষদের সভাপতি হাবিবুর রহমান, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের সভাপতি মাশকুর রাতুল প্রমুখ।
এর আগে গঠিত ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যে’ থাকা ১৫ ছাত্র সংগঠন হলো জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি), নাগরিক ছাত্র ঐক্য, জাগপা ছাত্রলীগ, ছাত্র ফোরাম (গণফোরাম-মন্টু), ভাসানী ছাত্র পরিষদ, জাতীয় ছাত্র সমাজ (কাজী জাফর), জাতীয় ছাত্র সমাজ (বিজেপি-পার্থ), জাগপা ছাত্রলীগ (খন্দকার লুৎফর), ছাত্র জমিয়ত বাংলাদেশ, বিপ্লবী ছাত্র সংহতি এবং রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন।