বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর লক্ষ্যে গ্লোবাল কনফেডারেশন অব বেল্ট অ্যান্ড রোড ইকোনমিক কো-অপারেশনের (ওবোর) একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছে। ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ওয়ান বেল্ট ওয়ান রোড বাংলাদেশের চেয়ারপারসন শরিফাহ সাবরিনা। এ ছাড়া প্রতিনিধি দলে আছেন সিঙ্গাপুরের মিস্টার ক্রিস চান এবং চীনের কনফেডারেশনের সেক্রেটারি জেনারেল মিস্টার জু ফেং।
প্রতিনিধি দলটি বাংলাদেশে বিদ্যুৎ খাত ও স্মার্ট উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে, যেখানে টেকসই উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তাদের উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি পরিষ্কার ও পরিবেশবান্ধব দেশে রূপান্তরিত করা। এই সফর এমন সময়ে হচ্ছে, যখন নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা চলছে। ওবোর প্রতিনিধিরা এই আলোচনার সঙ্গে একমত পোষণ করছেন এবং বাংলাদেশের সঙ্গে সহযোগিতায় টেকসই ভবিষ্যতের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। বাংলাদেশকে সবুজ ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে ওবোর ইকোনমিক কো-অপারেশন সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। বিজ্ঞপ্তি