কাগজপত্র সত্যায়িত করার প্রক্রিয়া থেকে সরে আসার ইঙ্গিত জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
ছবি: বাসস

বর্তমানে চাকরিসহ বিভিন্ন সরকারি কাজে সনদ ও ছবি সত্যায়িত করার প্রয়োজন হয়। এ নিয়ে কখনো কখনো চাকরিপ্রার্থীরা সমস্যায় পড়েন। অনেকে আবার নকল সিল বানিয়ে কাগজপত্র সত্যায়িত করেন বলেও অভিযোগ রয়েছে। এমন অবস্থায় সত্যায়িত করার বিদ্যমান প্রক্রিয়া থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন ইঙ্গিত দেন ফরহাদ হোসেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম সংলাপ অনুষ্ঠানটির আয়োজন করে।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘দেখবেন এগুলো সবই ডিজিটালাইজড হয়ে যাবে এবং এটার কোনো প্রয়োজন হবে না। আমি কথা দিচ্ছি, আমরা যত দ্রুত পারি, এটার বিষয়ে কাজ করে সহজীকরণ করে দেব, যাতে কারও ভোগান্তি না থাকে।’ অনুষ্ঠানে সরকারের যুগ্ম সচিব পদ, জেলা প্রশাসক নিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।

সংলাপ অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।