স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে মো. মোস্তাফিজুর রহমান চুক্তি ভিত্তিতে আরও এক বছর থাকছেন। তাঁর চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার দিন আজ বুধবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, মোস্তাফিজুর রহমানকে তাঁর অবসর-উত্তর ছুটি (পিআরএল) এবং এ–সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে ২৫ মে থেকে অথবা যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এর আগের দিন গতকাল মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনে তাঁকে পদোন্নতি দিয়ে সচিবের পদ থেকে সিনিয়র সচিব করা হয়েছিল।
গত ২৩ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি ভূমিসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই বিভাগের অধীন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, চলতি বছরে আরও বেশ কয়েকজন সচিবের চাকরির মেয়াদ শেষ হবে।