ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

আবার রিমান্ডে কামরুল, সোলায়মান ও নজিবুর, পৃথক মামলায় গ্রেপ্তার কামাল-মাহবুব

যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

এ ছাড়া বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমানকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি আদালত দিয়েছেন।

পুলিশের পৃথক পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম আজ বুধবার সকালে এ আদেশ দেন।

পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় কামরুল ও সোলায়মানকে আজ সকাল ৭টার পর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁদের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অন্যদিকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিন মঞ্জুরের জন্য আদালতে আবেদন জানায় আসামিপক্ষ।

শুনানিতে কামরুল বলেন, তিনি ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। আর যে এলাকায় খুনের ঘটনা, সেটি তাঁর সংসদীয় এলাকা নয়। তিনি রিমান্ড আবেদন নাকচের জন্য আদালতের কাছে আবেদন করেন।

সোলায়মানের আইনজীবী প্রাণনাথ আদালতকে বলেন, তাঁর মক্কেল ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নন।

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত কামরুল ও সোলায়মানকে চার দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন সংঘর্ষে যুবদল নেতা শামীম নিহত হন। তাঁকে হত্যার অভিযোগে গত ১৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭০৪ জনকে আসামি করে একটি মামলা করেন ছাত্রদলের সাবেক এক নেতা। এ মামলার এজাহারে কামরুল ও সোলায়মানের নাম রয়েছে।

এর আগে গত ১৯ নভেম্বর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় কামরুলের আট দিনের রিমান্ড মঞ্জুর হয়। এ ছাড়া পৃথক দুই হত্যা মামলায় গত ২৭ নভেম্বর সোলায়মানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে পল্টন থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমানকে আজ আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। নজিবুর রহমানের আইনজীবী রিমান্ডের আবেদন নাকচ করে জামিন মঞ্জুরের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত নজিবুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও মকবুল নামের এক দলীয় কর্মীকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে এই মামলা হয়। মাহফুজার রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি করেন।

এর আগে গত ৭ অক্টোবর অপর একটি হত্যা মামলায় নজিবুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আবার গ্রেপ্তার সালমান, কামাল, মাহবুব

পৃথক পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে আজ সকালে আদালতে হাজির করে পুলিশ।

এরপর সালমানকে নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে ঢাকার সিএমএম আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রামপুরা, কাফরুল ও মিরপুর থানায় দায়ের করা পৃথক মামলায় কামাল এবং মিরপুর থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় মাহবুবকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে আদালত এই দুজনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।