রোকেয়া প্রাচী
রোকেয়া প্রাচী

রোকেয়া প্রাচীর বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন খারিজ

অভিনেত্রী রোকেয়া প্রাচীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করার আবেদন খারিজ করেছেন আদালত। ঢাকার সাইবার নিরাপত্তা আইনের বিচারক এ এম জুলফিকার হায়াত আজ মঙ্গলবার এই আদেশ দেন।

প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া।

মোছাব্বির হোসেন নামের এক ব্যক্তি রোকেয়া প্রাচীর বিরুদ্ধে আজ মামলা নেওয়ার দাবি করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত মামলা নেওয়ার আবেদন খারিজ করেন।

মামলায় মোছাব্বির দাবি করেন, ভারতীয় একটি সংবাদমাধ্যমে অভিনেত্রী রোকেয়া প্রাচী সাক্ষাৎকার দেন। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য রোকেয়া প্রাচী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছেন। এ ছাড়া রোকেয়া প্রাচী বিভিন্ন মিথ্যা তথ্য দিয়েছেন বলে মামলা নেওয়ার আবেদনে দাবি করা হয়।