বাংলাদেশে প্রথম হাইপারলোকাল প্লাগ-এন্ড-প্লে রেস্তোরাঁ ফ্রাঞ্চাইজের উদ্বোধন করেছে ‘অন্ন’। সিলিকনভ্যালি থেকে বিনিয়োগপ্রাপ্ত দেশের একমাত্র ফুড স্টার্টআপ ‘অন্ন’।
সম্প্রতি রাজধানীর গ্রিন রোডে আইবিএ হোস্টেলের বিপরীতে অবস্থিত ‘পালমারস ক্যাফে’ রেস্তোরাঁয় ‘হ্যাংরি’ ব্র্যান্ডের নামে এটি চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘অন্ন’–এর সহকারী প্রতিষ্ঠাতা তাহসিন রব, পালমারস ক্যাফের কর্ণধার লরেন্স পালমারসহ অনেকে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ‘হ্যাংরি’ মেন্যু থেকে শুধু অন্ন ইনস্ট্যান্ট অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করা যাবে। গ্রাহকদের আকর্ষণীয় ডিসকাউন্ট এবং উপহার দিয়ে পুরস্কৃত করা হবে।