পাঠ্যপুস্তকে ‘শরীফার গল্প’ নিয়ে লিঙ্গবৈচিত্র্যের মানুষদের প্রতি সহিংস মন্তব্য ও আচরণে উদ্বেগ প্রকাশ করেছে নারী নিরাপত্তা জোট ও আমরাই পারি জোট। ২৬ জানুয়ারি এ দুই বেসরকারি সংস্থার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
আমরাই পারি জোটের প্রধান নির্বাহী ও নারী নিরাপত্তা জোটের সদস্যসচিব সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল এবং আমরাই পারি জোটের চেয়ারপারসন ও নারী নিরাপত্তা জোটের আহ্বায়ক জিনাত আরা হকের সই করা বিবৃতিতে লিঙ্গবৈচিত্র্যের মানুষদের জন্য হুমকির কারণ হওয়া গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
প্রসঙ্গত, নতুন শিক্ষাক্রমের আলোকে প্রণীত সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ে ‘শরীফার গল্প’ নামে হিজড়া জনগোষ্ঠী সম্পর্কে জনসচেতনতামূলক একটি পাঠ রয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক একটি অনুষ্ঠানে বইয়ের পাতা ছিঁড়ে ফেলার পর এ নিয়ে বিতর্ক শুরু হয়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ২৪ জানুয়ারি ‘শরীফার গল্প’ পর্যালোচনা করার জন্য উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।
ওই ঘটনার উল্লেখ করে বিবৃতিতে লিঙ্গবৈচিত্র্যের (ট্রান্সজেন্ডার, হিজড়া ও অন্যান্য) মানুষদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ ও সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে নারী নিরাপত্তা জোট ও আমরাই পারি জোট।
পাঠ্যপুস্তকে লিঙ্গবৈচিত্র্যের মানুষদের নিয়ে তথ্য অন্তর্ভুক্তি নিঃসন্দেহে সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, লিঙ্গবৈচিত্র্যের মানুষদের নিয়ে পাঠ্যপুস্তকে লিখিত গল্পটি ছিঁড়ে ফেলা এবং এই বিষয় নিয়ে কূপমণ্ডুক, কুসংস্কারাচ্ছন্ন মানুষের আপত্তিকর, কুরুচিপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পাঠ্যপুস্তক ছিঁড়ে ফেলার ঘটনা প্রমাণ করে লিঙ্গবৈচিত্র্যের মানুষেরা দেশে নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে। লিঙ্গবৈচিত্র্যের মানুষদের নিয়ে আপত্তিকর, হিংসাত্মক, সহিংস মন্তব্য, বক্তব্য, ভিডিও প্রকাশ ও প্রচারের মাধ্যমে তাঁদের প্রতিমুহূর্তের জীবন চরম অনিরাপদ, ভয়ার্ত আর সংকটময় হয়ে উঠছে। অথচ বাংলাদেশের সংবিধান মানুষের বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের মতো একটি বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্রে লিঙ্গবৈচিত্র্যের মানুষদের প্রতি বৈষম্যমূলক আচরণ সত্যিই উদ্বেগের। এই ঘটনা মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের পরিপন্থী। তাই নারী নিরাপত্তা জোট ও আমরাই পারি জোট সরকারের প্রতি লিঙ্গবৈচিত্র্যের মানুষদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে।