সকালেই পড়ুন আলোচিত পাঁচ খবর

শুভ সকাল। আজ ২৭ সেপ্টেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি

মিরপুরে টেস্ট খেলে অবসর নিতে চান সাকিব আল হাসান
এএফপি

সম্ভব হলে ক্যারিয়ারের শেষ টেস্টটা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলতে চান সাকিব আল হাসান। আগামী মাসেই দক্ষিণ আফ্রিকা আসছে বাংলাদেশ সফরে। আজ কানপুরে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করে সাকিব বলেছেন, যদি তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়, তিনি শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চান।
বিস্তারিত পড়ুন...

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাকিব। আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব।
বিস্তারিত পড়ুন...

অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত: ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানে করা প্রশ্নে ড. ইউনূস এ কথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন।
বিস্তারিত পড়ুন...

এই ইলিশ কারা কিনছে

খবর শুনেই এক ধাপে ইলিশের দাম কেজিতে ৪০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।

ইলিশ নিয়ে সরগরম ফেসবুকপাড়া। ভারতে ইলিশ রপ্তানি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা যুক্তি, পাল্টাযুক্তি চলছে। গত কয়েক দিনে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে কখনো পপুলিস্ট রাজনীতির, আবার কখনো কূটনীতির সফট হাতিয়ার হতে দেখলাম।
বিস্তারিত পড়ুন...

যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, লেবাননে সর্বশক্তি দিয়ে হামলার নির্দেশ নেতানিয়াহুর

দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার পর ধোঁয়া উঠতে দেখা যায়

লেবানন ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রসহ দেশটির পশ্চিমা ও আরব মিত্ররা। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সর্বশক্তি দিয়ে লেবাননে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
বিস্তারিত পড়ুন...