ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রাবাড়ী অংশে যান চলাচল বন্ধ

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে রাখা জলকামানে আগুন দেওয়া হয়েছে। ওই এলাকায় এখন বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে। আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষিপ্তভাবে ওই এলাকায় অবস্থান করছেন।

আজ রোববার বিকেল সাড়ে চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তথ্য অনুযায়ী, যাত্রাবাড়ী থানা এলাকায় অবস্থান নিয়েছেন হাজারো বিক্ষোভকারী। অন্যদিকে দোলাইরপাড়ে অবস্থান নিয়েছেন আরেক দল। ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-খুলনা মহাসড়কের এই অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

পুলিশ যাত্রাবাড়ীতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের (টিয়ার) শেল নিক্ষেপ করছে।

এর আগে বেলা ১২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে চেয়ার পেতে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া দেন বিক্ষোভকারীরা। তাঁরা চেয়ার ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।

দোলাইরপাড়েও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধাওয়া খেয়ে মোড় ছেড়ে দেন। পরে সেখানে স্থানীয় একটি আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয়।

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এখনো বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে। কোথাও কোথায় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়েছে।

সংঘর্ষে আজ ঢাকায় ১ জন এবং ১২ জেলায় ৩১ জন নিহত হয়েছেন। মোট মারা গেছেন ৩২ জন। গুলিবিদ্ধ অনেকে।