সংবাদ সম্মেলনে কথা বলছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ৪ জুলাই, সচিবালয়ে
সংবাদ সম্মেলনে কথা বলছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ৪ জুলাই, সচিবালয়ে

১০০ কর্মদিবসের কর্মপরিকল্পনার ৭৮ শতাংশ বাস্তবায়ন করেছে পরিবেশ মন্ত্রণালয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী দায়িত্ব নেওয়ার পর পরিবেশ মন্ত্রণালয় ১০০ কর্মদিবসের জন্য যে কর্মপরিকল্পনা করেছিল, তার ৭৮ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয় ঘোষিত ১০০ কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ, বন, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২৮টি অগ্রাধিকারের মধ্যে ২২টি পুরোপুরি ও ৪টি আংশিক বাস্তবায়ন করা হয়েছে। দুটির বাস্তবায়ন হয়নি। তবে সেগুলো চলমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বায়ুদূষণ রোধে দেশব্যাপী ৫৮১টি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী দেশজুড়ে দূষণ নিয়ন্ত্রণ, বনভূমি রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবার সহযোগিতা কামনা করেন।