মানুষের জীবনে কাঠামোগত পরিবর্তন আসছে প্রতিদিন। রুচির উৎকর্ষ ও প্রযুক্তির প্রভাবে নির্ধারিত হচ্ছে জীবনযাত্রার মান। বাংলাদেশে নাগরিক জীবনের প্রভাব ছড়িয়ে পড়ছে গ্রামীণ জনপদেও। আবার গ্রামীণ জীবনের চিত্র শোভা পাচ্ছে শহরের অ্যাপার্টমেন্টের ড্রয়িংরুমে।
এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কিউব হোল্ডিংস লিমিটেড তৈরি করছে প্রতিটি স্থাপনা। আধুনিক স্থাপত্যশৈলীর দিক থেকে কিউব হোল্ডিংসের নির্মাণ সব সময়ই এগিয়ে। প্রজেক্টগুলোর শ্রুতিমধুর নামের সঙ্গে চোখজুড়ানো ডিজাইন মুগ্ধ করে সবাইকে।
আবেশ, গহন, নীড়, মুহূর্ত, দিনান্তে, কুন্তল, চন্দ্রালী, উচ্ছ্বাস, বনকুন্তলা, বৃষ্টি—এমন আরও অনেক বাহারি বাংলা নামে সমৃদ্ধ কিউবের স্থাপনাগুলো শুধু নামেই বড় নয় বরং উন্নত প্রযুক্তি এবং পরিকল্পনায়ও সমৃদ্ধ। যার ফলে আপনি পাবেন শতভাগ ব্যবহার উপযোগী ফ্লোর, উন্নত ফেয়ার ফেস কনস্ট্রাকশন এবং অত্যাধুনিক সব সুবিধায় সজ্জিত অ্যাপার্টমেন্ট।
শুধু একটি বাড়ি তৈরি করাই নয়, বরং ভালোবাসায় মোড়ানো একটি নীড় তৈরি করাই কিউব হোল্ডিংসের লক্ষ্য। যান্ত্রিক জীবনের ক্লান্তিময় একটি দিনের শেষে যখন বাসায় ফিরবেন, তখন কিউব হোল্ডিংস লিমিটেডের তৈরি আবাসগুলো আপনাকে স্বাগত জানাবে প্রিয়জনের মতো।
কিউব হোল্ডিংসের প্রতিটি প্রকল্পে আছে শিশুদের খেলাধুলার জন্য সুবিশাল জায়গা এবং সুপরিসর কার পার্কিংয়ের ব্যবস্থা। প্রতিটি ফ্লোরের ডিজাইন এবং প্রয়োজনীয় ক্রস ভেন্টিলেশন এমনভাবে রাখা হয়েছে যাতে বাতাসের প্রবাহ পৌঁছে যায় আপনার বাসার প্রতি কক্ষে। এ ছাড়া প্রতিটি ফ্লোরে রয়েছে একাধিক গার্ডেন স্পেস। দিনের শেষে একটু চাঙা হতে চাইলে আপনি পাবেন সবুজের ছোঁয়া। থাকছে বসার স্থান, দৃষ্টিনন্দন আলোকসজ্জা, বন্ধু-স্বজনদের নিয়ে ছুটির দিনে বারবিকিউ নাইট করার জন্য বারবিকিউ স্পেস। থাকছে জিমনেশিয়াম, সুইমিংপুল, প্রার্থনার স্থান এবং কমিউনিটি হল রুম।
গ্রাহকদের অনুপ্রেরণা, বিশ্বাস এবং ভালোবাসাই কিউব হোল্ডিংসের চালিকাশক্তি। গ্রাহকের স্বপ্ন পূরণের আস্থাকে ধারণ করেই কিউব হোল্ডিংস লিমিটেড এগিয়ে চলছে। দীর্ঘ ১২ বছরের পথচলায় স্রেফ ইটের পরে ইট সাজিয়ে নয়, স্বপ্নের পর স্বপ্ন সাজিয়েই কিউব হোল্ডিংস লিমিটেড হয়ে উঠছে গ্রাহকদের স্বপ্নসারথি।