ওয়ার্ল্ড আরবান ফোরামের দ্বাদশ অধিবেশনে ‘বাংলা স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (এলইডি) মডেল’ উপস্থাপন করেছে বাংলাদেশ প্রতিনিধিদল
ওয়ার্ল্ড আরবান ফোরামের দ্বাদশ অধিবেশনে ‘বাংলা স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (এলইডি) মডেল’ উপস্থাপন করেছে বাংলাদেশ প্রতিনিধিদল

ওয়ার্ল্ড আরবান ফোরামে বাংলাদেশের স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের ‘বাংলা মডেল’ উন্মোচন

ওয়ার্ল্ড আরবান ফোরামের দ্বাদশ অধিবেশনে ‘বাংলা স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (এলইডি) মডেল’ উপস্থাপন করেছে বাংলাদেশ প্রতিনিধিদল। সম্প্রতি মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) ও সুইসকন্টাক্টের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘প্রবৃদ্ধি’ প্রকল্পের আওতায়  বাংলা এলইডি মডেল তৈরি করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘দ্বিতীয় স্তরের শহরে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন স্থায়ীকরণ’ শীর্ষক অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-২ শাখার যুগ্ম সচিব ও প্রবৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহবুবুল হকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এই মডেল উপস্থাপন করে।

মাহবুবুল হক বলেন, ‘যুবসমাজের অর্জিত বিপ্লব আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় তৈরি করেছে। দেশকে পুনর্গঠন করতে এ সময় রাষ্ট্রক্ষমতার সুষম বণ্টন এবং প্রশাসনের বিকেন্দ্রীকরণ প্রয়োজন। প্রবৃদ্ধির এই উদ্যোগের মাধ্যমে ছোট শহরগুলো স্থানীয় নেতৃত্বে তাদের নিজস্ব উন্নয়ন অর্জন করতে পারবে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে বলে আমার বিশ্বাস।’

এই মডেলটি শিবগঞ্জ, যশোর, ভৈরব, বগুড়া, কুষ্টিয়া, দিনাজপুর, ও কক্সবাজার পৌরসভায় কাজ করছে। সেখানে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা সহায়তা বৃদ্ধি এবং নারী ও তরুণদের অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে সফলতা অর্জন করেছে।

ওয়ার্ল্ড আরবান ফোরামের বাংলাদেশ প্রতিনিধিদলে আরও ছিলেন প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার মার্কাস এহমান ও সিনিয়র অ্যাডভাইজার রুখেন উদ্দিন আহমেদ।