সংস্কার কার্যক্রমে ইইউর সমর্থন রয়েছে: সংবিধান সংস্কার কমিশন

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি সংবিধান সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেছেন, বর্তমান সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে। সংবিধান সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন মাইকেল মিলার। সংবিধান সংস্কার কমিশনের প্রধান সংবিধান সংস্কার বিষয়ে চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ইইউ রাষ্ট্রদূতকে অবহিত করেন। এ সময় সংবিধান সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে মাইকেল মিলার বলেন, বর্তমান সংস্কার কার্যক্রমে ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে। এ ছাড়া তিনি সংবিধান সংস্কার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন করতে সংবিধান সংস্কার কমিশন দৃঢ়প্রতিজ্ঞ।