ইবিএল ও মাস্টারকার্ডের সঙ্গে অংশীদারত্বে কো-ব্র্যান্ডেড কার্ড নিয়ে এল বাংলালিংক

ইস্টার্ণ ব্যাংক পিএলসি (ইবিএল) ও মাস্টারকার্ডের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য তিনটি নতুন কো-ব্র্যান্ডেড কার্ড নিয়ে এসেছে বাংলালিংক। গতকাল সোমবার (৭ অক্টোবর) থেকে এই সেবা চালু হয়েছে।

গ্রাহকদের ক্ষমতায়ন করার মধ্য দিয়ে নিজেদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে ডিজিটাল সমাধান ও সময়োপযোগী নানান অফার নিয়ে আসছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। এরই ধারাবাহিকতায় নতুন তিনটি কার্ড নিয়ে এল তারা। সেগুলো হলো, মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড, মাস্টারকার্ড টাইটানিয়াম ক্রেডিট কার্ড এবং মাস্টারকার্ড প্রিপেইড কার্ড। বাংলালিংক ব্যবহারকারীদের লয়্যাল্টি প্রোগ্রাম ‘বাংলালিংক অরেঞ্জ ক্লাবের’ সদস্যরা এই কার্ড ব্যবহার করে বিশেষ অফার এবং কেনাকাটার বিপরীতে পয়েন্ট অর্জন ও রিডিম করার সুযোগ পাবেন।

এ বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী (সিইও) এরিক অস বলেন, ‘বাংলালিংকে আমরা আমাদের গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী ডিজিটাল সমাধান নিশ্চিত করতে নিরলস চেষ্টা করে যাচ্ছি। এই কো-ব্র্যান্ডেড কার্ডগুলো আমাদের গ্রাহকদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে। মাস্টারকার্ড বাংলাদেশ ও ইস্টার্ণ ব্যাংক পিএলসির সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে ভূমিকা রাখছি। অরেঞ্জ ক্লাবের সদস্যরা বিশেষ সুবিধা ও উদ্ভাবনী ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন। গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং ডিজিটাল রূপান্তর এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলালিংকের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ আমাদের এ উদ্যোগ।’

ইস্টার্ণ ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, ‘মাস্টারকার্ড ও বাংলালিংকের সঙ্গে কো-ব্র্যান্ডেড কার্ডের অংশীদারত্ব করতে পেরে আমরা আনন্দিত। আমাদের দৃঢ় বিশ্বাস, কো-ব্র্যান্ডেড কার্ড বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য নতুন এবং বিশেষ সব লাইফস্টাইল সুবিধা প্রদান করবে। ইবিএলে আমরা আমাদের গ্রাহকদের বিশ্বমানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘বাংলালিংকের অরেঞ্জ ক্লাব মেম্বারদের জন্য বিস্তৃত পরিসরের সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে ইস্টার্ণ ব্যাংক ও বাংলালিংকের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আমরা আনন্দিত। নতুন কার্ডগুলো গ্রাহকদের নিরাপদ, সুরক্ষিত ও সুবিধাজনক লেনদেনের অভিজ্ঞতা প্রদান করবে এবং তাদের ডাইনিং, শপিং, ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অভিজ্ঞতা উপভোগের সুযোগ করে দেবে। আর্থিক সেবার ইকোসিস্টেমে অংশীদারত্বের মাধ্যমে মাস্টারকার্ড বিশ্বমানের পণ্য নিয়ে আসতে অঙ্গীকারবদ্ধ।’