কোটা সংস্কার আন্দোলনকারীদের অবরোধের কারণে ঢাকা থেকে টঙ্গী হয়ে রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
রেলওয়ের সূত্র জানিয়েছে, মহাখালী ও তেজগাঁওয়ে অবরোধের কারণে এই পথ দিয়ে চলাচলকারী ট্রেন ছাড়া হয়নি। বেশির ভাগ ট্রেন এই পথে চলাচল করে।
মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় সংঘর্ষ হওয়ার পরে মেট্রোরেল বেলা ২টা থেকে মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত যাতায়াত করছে। আর মিরপুর ১১ থেকে উত্তরা উত্তর পর্যন্ত যাতায়াত করছে। আগারগাঁও থেকে মিরপুর–১০ পর্যন্ত অর্থাৎ কাজীপাড়া, শেওড়াপাড়া ও মিরপুর–১০ নম্বর স্টেশন আপাতত বন্ধ আছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনকারীদের ডাকে এক দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হচ্ছে। ঢাকাসহ দেশে বিভিন্ন জেলায় আন্দোলনকারীরা রাস্তায় নেমেছেন। তাঁদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হচ্ছে।
ঢাকায় আজ সড়কে যানবাহন চলাচল কম। ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-ময়মনসিংহ সড়কে ঢাকা থেকে যানবাহন চলাচল বন্ধ। এর মধ্যে রেল চলাচল বন্ধের খবর এল।