সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৫ জুলাই, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা: হাইকোর্টের রায় স্থগিত হয়নি, আবেদনের শুনানি মুলতবি

হাইকোর্ট ভবন
ফাইল ছবি

সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার রায় স্থগিত হয়নি। বিস্তারিত পড়ুন...

ঘুষ চেয়েছিল ১৩ লাখ টাকা, কাজ হলো ১৪ হাজারে

দুর্নীতি

কাজ পেতে ঘুষ যে কেবল সাধারণ মানুষকে দিতে হয় তা নয়, প্রভাবশালী ব্যক্তিরাও বাদ যান না। আবার ঠিকঠাক তদবির করতে পারলে বিনা ঘুষেই কাজ সম্পন্ন হয়। অর্থাৎ ঘুষ ছাড়া কাজ করতে চাইলে প্রভাবশালীদের সঙ্গে সখ্য থাকা চাই। বিস্তারিত পড়ুন...

‘চাচা, ঘুষের টাকার বাড়িটা দান করে আমাদের ধর্মের পথে ডাকুন’

আমরা আমাদের নৈতিক সাহস হারিয়ে ফেলেছি। অন্যায়কে অন্যায় বলার সাহস আমাদের সমাজে কয়জনের মধ্যে আর বাকি আছে। আগুনের ভয়ে আমরা অতি বেশি নিজেকে খোলসের মধ্যে ঢুকিয়ে ফেলেছি। শুনেছি, কাক মলত্যাগের সময় নাকি চোখ বন্ধ করে আর ভাবে, আমার এই কাজ কেউ দেখছে না। কারণ, আমি তো দেখছি না। একটা কাকেরও লজ্জাশরম আছে। বিস্তারিত পড়ুন...

মহাকাশ স্টেশনে থাকা দুই নভোচারীর পৃথিবীতে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটছে না

নাসার নভোচারী বুচ উইলমোর ও সুনি উইলিয়াম স্টারলাইনারের প্রথম যাত্রী হিসেবে মহাকাশে ভ্রমণ করছেন।

নির্ধারিত মহাকাশযানে জটিলতাকে কেন্দ্র করে প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকতে বাধ্য হচ্ছেন নাসার দুই নভোচারী। মহাকাশযানটি দুই নভোচারী নিয়ে কবে পৃথিবীর মাটিতে ফিরে আসবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুনির্দিষ্ট করে কোনো তারিখও উল্লেখ করছে না। মার্কিন মহাকাশ সংস্থা নাসা কর্তৃপক্ষ গত শুক্রবার বলেছে, এ অভিযানের মেয়াদ সর্বোচ্চ ৯০ দিন করার কথা ভাবা হচ্ছে। তার মানে নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে আরও কিছুদিন মহাকাশ স্টেশনে থাকতে হবে।
বিস্তারিত পড়ুন...

বিসিবির কোচ হলেন তিন সাবেক ক্রিকেটার

(বাঁ থেকে) তুষার ইমরান, রাজিন সালেহ ও তারেক আজিজকে কোচ করেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ পর্যায়ে স্থানীয় কোচের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই চিন্তা থেকেই গত পরশু ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজকে বিসিবির কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাজিন ও তুষার ব্যাটিং কোচ, তারেক কাজ করবেন পেস বোলিং কোচ হিসেবে।
বিস্তারিত পড়ুন...