‘টুগেদার উই উইন’ শীর্ষক এই আয়োজনে দেশব্যাপী পাঁচ শতাধিক ডিলার এবং আকিজবশির গ্লাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
‘টুগেদার উই উইন’ শীর্ষক এই আয়োজনে দেশব্যাপী পাঁচ শতাধিক ডিলার এবং আকিজবশির গ্লাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

আকিজবশির গ্লাসের প্রথম বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায় প্রতিষ্ঠান আকিজবশির গ্রুপের অন্যতম ব্র্যান্ড ‘আকিজবশির গ্লাসে’র প্রথম বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে।

গত শুক্রবার (২৯ নভেম্বর) ‘টুগেদার উই উইন’ শীর্ষক এই আয়োজনে দেশব্যাপী পাঁচ শতাধিক ডিলার এবং আকিজবশির গ্লাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আকিজবশির গ্লাস একসঙ্গে এগিয়ে চলার দৃঢ় অঙ্গীকারের মাধ্যমেই নতুনত্ব ও আধুনিকতায় দেশের গ্লাস শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। আর এরই অংশ হিসেবে এবারের বিজনেস কনফারেন্স আয়োজন করা হয়।

অনুষ্ঠানটিতে আকিজবশির গ্রুপ ও আকিজবশির গ্লাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আকিজবশির গ্রুপের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক তসলিম মো. খান, উপব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহমেদ, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম এবং আকিজবশির গ্লাসের বিক্রয় ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক আবদুহু সূফী প্রমুখ।