ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হাবিবুর রহমান। আজ শনিবার বিকেলে এ দায়িত্ব নেন তিনি।
রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদরদপ্তরে বিদায়ী কমিশনার কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন হাবিবুর রহমান। গোলাম ফারুক আজ থেকে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) যাচ্ছেন।
রীতি অনুযায়ী বিদায়ী ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে ফুলের রশি দিয়ে গাড়ি টেনে বিদায় জানান পুলিশ সদস্যরা।
গত ২০ সেপ্টেম্বর হাবিবুর রহমানকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
হাবিবুর রহমান ১৭তম বিসিএস ক্যাডারে ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ডিএমপি সদর দপ্তরের উপকমিশনার, ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি), ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সদর দপ্তরে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
১৯৬৭ সালের ১ জানুয়ারি গোপালগঞ্জের সদর থানার চন্দ্র দিঘলিয়া গ্রামে হাবিবুর রহমানের জন্ম। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ দুবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন তিনি।
নতুন ডিএমপি কমিশনার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। পরে তিনি রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত রাজারবাগ স্মৃতিসৌধে ফুল দেন।
এরপর তিনি রাজারবাগ পুলিশ লাইনস ব্যারাকে গেলে পুলিশ সদস্যরা তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরেন। নতুন কমিশনার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। সেখান থেকে কমিশনার মিন্টো রোডে তাঁর কার্যালয়ে যান। এ সময় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীসহ ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ঢাকার আশপাশের জেলার অন্তত দেড় শ পুলিশ পরিদর্শক সেখানে উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আগামীকাল রোববার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে ফুল দেবেন বলে জানা গেছে।