জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন
জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন

আদালতেই সমাধান হোক, কোটা নিয়ে জনপ্রশাসনমন্ত্রী

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি এখন আদালতের বিষয়। তাই আদালতেই এর সমাধান হোক। তবে এ সমাধানের পরও যদি আলোচনা করতে হয়, তা সব সময় করা যাবে। দেশের কল্যাণে, শিক্ষার্থীদের কল্যাণে যা করার তা–ই করা হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী কথাগুলো বলেন। তিনি বলেন, ‘আমরাও চাই কোটার বিষয়টি সুন্দরভাবে নিষ্পত্তি হয়ে যাক।’

যে বিষয়টি আদালতের, সেখানে না গিয়ে রাস্তায় ব্যারিকেড, ভোগান্তি সৃষ্টি করা অযৌক্তিক কাজ বলে মনে করেন ফরহাদ হোসেন।

শিক্ষার্থীদের আদালতে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আপনারা আদালতে যাবেন, বক্তব্য তুলে ধরবেন। রাষ্ট্রপক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

শিক্ষার্থীদের কারও দ্বারা প্ররোচিত না হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

কোটা সংস্কারের বিষয়ে কমিশন গঠনের দাবির বিষয়ে সাংবাদিকেরা মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন। জবাবে মন্ত্রী বলেন, আদালতের বিষয়টি আদালতেই সমাধান হোক।

কোটা উঠে যাওয়ায় চাকরিতে নারীর সংখ্যা কমেছে বলে উল্লেখ করেন মন্ত্রী। এ ছাড়া বেশ কিছু জেলা বঞ্চিত হয়েছে বলে জানান তিনি।