ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পাওয়া এহসানুল হক সমাজী যোগদানে অপারগতা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটার অনুবিভাগকে (জিপি-পিপি শাখা) চিঠি দিয়ে তিনি পিপি পদে যোগদানে অপারগতা জানান।
সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুল হক সমাজী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ২৭ আগস্ট আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) এহসানুল হক সমাজীকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে। এহসানুল হক সমাজীকে পিপির দায়িত্ব দেওয়ার পর গতকাল বিএনপি সমর্থক আইনজীবীরা ঢাকার আদালত প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পিপি পদে যোগদানে অপারগতা প্রকাশ করে দেওয়া চিঠিতে এহসানুল হক সমাজী উল্লেখ করেছেন, তাঁকে পিপির দায়িত্ব দেওয়ায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণের প্রতি কৃতজ্ঞ। তিনি ঢাকা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য হিসেবে ৩৮ বছর পেশাগত মর্যাদাকে প্রাধান্য দিয়েছেন। তিনি সব সময় সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। এখন পেশাগত মর্যাদা রক্ষার স্বার্থে, ব্যক্তিগত বা পারিবারিক কারণে পিপি পদে যোগদানে অপারগতা প্রকাশ করছেন। এ জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত।
সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুল হক সমাজী চিঠিতে আরও উল্লেখ করেন, রাষ্ট্র সংস্কারকাজে তাঁর সমর্থন রয়েছে। প্রশাসনের চাহিদামতে ভবিষ্যতে আইনি সেবা দিতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে চিঠিতে উল্লেখ করেছেন আইনজীবী এহসানুল হক সমাজী।