ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক স্বজনের আহাজারি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক স্বজনের আহাজারি

বেইলি রোডে আগুন

ঢাকা মেডিকেলে স্বজনদের আহাজারি

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের আগুনে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে আনতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দ্রুতবেগে ছুটছে একের পর এক অ্যাম্বুলেন্স৷ আনসার সদস্য ও ঢাকা মেডিকেলের কর্মচারীদের যৌথ তৎপরতায় হাসপাতালের ফটক ফাঁকা করে অ্যাম্বুলেন্স চলাচলের পথ নির্বিঘ্ন করা হচ্ছে ৷

আহতদের নিয়ে ঢাকা মেডিকেলে ছুটে আসছে অ্যাম্বুলেন্স। ঢাকা, ০১ মার্চ ছবি: আসিফ হাওলাদার

রাত ১টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে এমন চিত্র দেখা যায়। অ্যাম্বুলেন্স থেকে আহত ব্যক্তিদের নামানোর সঙ্গে সঙ্গেই যেন নির্বিঘ্নে মেডিকেলে প্রবেশ করানো যায়, সে জন্য জরুরি বিভাগের ফটকে ট্রলি প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে হাসপাতালের জরুরি বিভাগের পর্যবেক্ষণ কক্ষে আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। কক্ষের বাইরে দগ্ধ ব্যক্তিদের স্বজনদের আহাজারি করতে দেখা গেছে।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে আহত অনেককে।