জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে আজ সোমবার আরও একজন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করেন। আগামীকাল মঙ্গলবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
এখন পর্যন্ত এ মামলায় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ সাক্ষ্য দেন ইসলাম গ্রুপের পরিচালক মাহমুদ হাসান।
বিএনপির সমর্থক আইনজীবীরা আজ বেলা তিনটার দিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে স্লোগান দেন। এ সময় তাঁরা তারেক রহমান ও জোবাইদার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, আদালতের সামনে বিএনপির সমর্থক আইনজীবীরা স্লোগান দিতে থাকলে আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরাও আদালতের সামনে আসেন। তখন দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়। পরে বিএনপির সমর্থক আইনজীবীরা আদালত এলাকা থেকে চলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
এর আগে গত মঙ্গল ও বুধবারও তারেক ও জোবাইদার মামলার শুনানির আগে ও পরে আইনজীবীদের হট্টগোল হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন জিডি করেন। জিডিতে বিএনপির সমর্থক ২৮ আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১৩ এপ্রিল তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।