সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল পরীমনি-কাণ্ডে সাবেক এডিসি সাকলায়েন চাকরি হারাতে যাচ্ছেন, এই খবরটি। পাশাপাশি উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের কারামুক্ত হওয়ার খবরটিতে পাঠকের বেশ আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, মতামত, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

পরীমনি-কাণ্ডে চাকরি হারাচ্ছেন সাবেক এডিসি সাকলায়েন, তদন্তে যা পেয়েছে পুলিশ

অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েন ও নায়িকা পরীমনি
ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) মতামত চেয়েছে তারা। বিস্তারিত পড়ুন...

ছাগল-কাণ্ড: যেভাবে রাজনীতিতে হঠাৎ উত্থান লায়লা কানিজের

রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ

দুই বছর আগেও লায়লা কানিজ রায়পুরা উপজেলার রাজনীতিতে পরিচিত মুখ ছিলেন না। দলীয় পদ তো দূরের কথা, তিনি সাধারণ একজন কর্মীও ছিলেন না। স্থানীয় লোকজন তাঁকে জানতেন ‘ওয়ান্ডার পার্ক’ নামের একটি বিনোদনকেন্দ্রের মালিক হিসেবে। রাজনীতিতে ঢুকে এক বছরের ব্যবধানে তিনি হয়ে গেলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান। বিস্তারিত পড়ুন...

কারামুক্ত হলেন জুলিয়ান অ্যাসাঞ্জ, ছাড়লেন যুক্তরাজ্য

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ছবিযুক্ত প্ল্যাকার্ড হাতে এক ব্যক্তি

দীর্ঘ কয়েক বছরের আইনি লড়াইয়ের পর গতকাল সোমবার কারামুক্ত হয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তিনি যুক্তরাজ্য ছেড়েছেন। এক এক্স বার্তায় উইকিলিকস এ তথ্য জানিয়েছে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ ভারতকে কী দিল আর কী পেল

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ঢাকা ও নয়াদিল্লি ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের যে আলোচনা ও সমঝোতা স্মারক সই হয়েছে, তার প্রতিপাদ্য ছিল ভবিষ্যতের জন্য ভারত-বাংলাদেশ অভিন্ন রূপকল্প: অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে কানেকটিভিটি, বাণিজ্য ও সহযোগিতা জোরদার করা। বিস্তারিত পড়ুন...

সাহস নেই বলে আমও গেল, ছালাও গেল

মাহমুদউল্লাহ চার মেরেছেন বলে বোলার নূরের এই হতাশা। তবে ওভারের বাকি ৫টি বল ডট দিয়ে নূরকেই জিতিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ

ভাগ্য নাকি সাহসীদের পক্ষে থাকে। তাহলে এই ম্যাচে আফগানিস্তানের জেতাটা ঠিকই আছে। সাহস বলে যদি কিছু থাকে, তা তো শুধু আফগানরাই দেখিয়েছে। বাংলাদেশ দলকে এমনিতেই কখনো কেউ সাহসী বলে ‘অপবাদ’ দিয়েছে বলে খুব একটা শোনা যায়নি। এদিন তো দেওয়ার প্রশ্নই নেই। আফগানিস্তান জিতেছে, ঠিকই আছে। বিস্তারিত পড়ুন...