মুঠোফোনের স্ক্রিন থেকে এখন চোখ সরানো দায়, এমন অপ্রিয় সত্যের দিকে পাল্টে গেছে যুগ। তবু এই বদলানোর যুগে মানুষের অধিকার যখন প্রশ্নের মুখে, তখন এই ডিজিটাল দুনিয়ার স্ক্রিন থেকে চোখ–মন সরিয়ে এককাট্টা হয়ে পথে নেমে গেল ছাত্র–জনতা; নিজেদের অধিকার একদম নিজের করে নিতে। সেই আন্দোলন সত্যের আন্দোলন। ২০২৪–এর জুলাই–আগস্ট মাসে ছাত্র–জনতার এই অভূতপূর্ব আন্দোলন ও বিজয়ের সাক্ষী হয়ে রইল জাতি। এই অভ্যুত্থান এনে দিয়েছে রাষ্ট্র ও সমাজ নিয়ে নতুন পথ সন্ধানের সুযোগ।
সত্যের পক্ষে থেকে বিচিত্র অভিজ্ঞতা ও নিজস্ব স্বকীয়তা নিয়ে প্রথম আলো ২৫ পেরিয়ে ২৬ বছরে পা ফেলছে। ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অপূর্ব সেই পথ ধরে প্রথম আলো পৌঁছে যাবে পাঠকদের কাছে।
জুলাই–আগস্টের অভ্যুত্থান নিয়ে ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত প্রকাশিত হবে চারটি বিশেষ ক্রোড়পত্র। পরপর চার দিন। মূল পত্রিকার সঙ্গে ২০ পৃষ্ঠা করে।
১. আন্দোলনের মুখ
ছাত্র–জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা লিখেছেন তাঁদের আন্দোলনের অভিজ্ঞতা। ৪ নভেম্বর (সোমবার) প্রকাশিত হবে এই ক্রোড়পত্র। লিখেছেন ছাত্র, শিক্ষক, অভিভাবক, কার্টুনিস্ট, র্যাপার ও শ্রমিকেরা। লেখক তালিকায় আছেন—আসিফ নজরুল, নাহিদ ইসলাম, চৌধুরী সায়মা ফেরদৌস, আসফিয়া আজিম, আবু বাকের মজুমদার, উমামা ফাতেমা, আরিফ সোহেল, মেঘমল্লার বসু, উপমা অধিকারী, মিশকাত চৌধুরী, শাহরিয়ার সোহাগ, রোনাল চাকমা, সেজান ও সুজন মিয়া।
২. রাষ্ট্র সংস্কার
রাষ্ট্রের কোন বনিয়াদি সংস্কার দরকার—অভিজ্ঞ ও তরুণদের ভাবনা নিয়ে এই ক্রোড়পত্র প্রকাশিত হবে ৫ নভেম্বর (মঙ্গলবার)। প্রতিটি বিষয়ে লিখেছেন একজন বিশিষ্টজন ও একজন তরুণ। লেখক তালিকায় আছেন—মুশতাক খান, হাসনাত কাইয়ূম, এম নিয়াজ আসাদুল্লাহ, সুলতান মোহাম্মদ জাকারিয়া, বিরূপাক্ষ পাল, রিদওয়ানুল ইসলাম, এ কে এম ওয়ারেসুল করিম, মাহবুবুর রহমান, এম এম খালেকুজ্জামান, সেলিম রায়হান, সারোয়ার তুষার, ভূঁইয়া মোহাম্মদ আসাদুজ্জামান, নেসার আমিন, রাশেদ রাহম, আবদুল জব্বার শাকিল ও লুবাবা মেহজাবিন।
৩. সামনের পথরেখা
সমাজ ও সংস্কৃতির পুরোনো বৃত্ত থেকে মুক্তির উপায় অনুসন্ধান নিয়ে এই ক্রোড়পত্র প্রকাশিত হবে ৬ নভেম্বর (বুধবার)। লিখেছেন নতুন প্রজন্মের গবেষক, অধ্যাপক ও বুদ্ধিজীবীরা। লেখক তালিকায় আছেন—আলী রিয়াজ, শামসুদ্দীন শহীদ, সুমন রহমান, রায়হান রাইন, সাঈদ ফেরদৌস, রাখাল রাহা, মো. হাদিউজ্জামান, সাহাব আনাম খান, কাজী মারুফুল ইসলাম, সাইমুম পারভেজ, সামিনা লুৎফা, আহমদ এহসানুর রহমান, ফয়েজ আহমেদ তৈয়্যব, উম্মে ওয়ারা, সতেজ চাকমা ও দিলীপ কুমার সরকার।
৪. সময়ের সাক্ষ্য
অভ্যুত্থানের দিনে প্রথম আলোর সাংবাদিকদের মাঠের অভিজ্ঞতা নিয়ে এই ক্রোড়পত্র প্রকাশিত হবে ৭ নভেম্বর বৃহস্পতিবার। লিখেছেন—সাজ্জাদ শরিফ, কুর্রাতুল–আইন–তাহ্মিনা, রাজীব আহমেদ, সেলিম জাহিদ, মানসুরা হোসাইন, আসাদুজ্জামান, রাশেদুল আলম, আলতাফ হোসেন, নুরুল আমিন, প্রদীপ সরকার, মোহাম্মদ মোস্তফা, আহমদুল হাসান, সুহাদা আফরিন, ড্রিঞ্জা চাম্বুগং, শামসুজ্জামান, আল–আমিন, সুজয় চৌধুরী ও আসিফ হাওলাদার।
আন্দোলনের ফটো অ্যালবাম
মৃত্যুর ঝুঁকি নিয়ে আন্দোলনের দিনগুলোতে ছবি তুলেছেন প্রথম আলোর আলোকচিত্র–সাংবাদিকেরা। নির্বাচিত সেসব আলোকচিত্র, গ্রাফিতি ও সচিত্রকরণে প্রকাশিত হচ্ছে ফটো অ্যালবাম। আর্ট পেপারে, ১০৪ পৃষ্ঠার। আন্দোলনের প্রামাণ্য দলিল এই ফটো অ্যালবাম।
আন্দোলনের প্রামাণ্যচিত্র
প্রথম আলো তৈরি করছে ছাত্র–জনতার আন্দোলন নিয়ে একটি আকর্ষণীয় প্রামাণ্যচিত্র। প্রথম আলোর প্রতিদিনের পাতায় এবং ওয়েবসাইটে ধরা আছে আন্দোলনের প্রতিটি দিনের ইতিবৃত্ত। তা থেকে তুলে ধরা হবে আন্দোলনের প্রাণস্পন্দনে ভরা চিত্র।
আন্দোলন নিয়ে ওয়েবসাইট
আন্দোলন নিয়ে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করছে প্রথম আলো—ছবি, ভিডিও, তথ্য, গ্রাফিতি ইত্যাদির সমাহারে।
ক্যামেরায় বিদ্রোহ
ছবি ও ভিডিওতে বহু পাঠক ধরে রেখেছেন আন্দোলনের স্মৃতি। আমাদের তাঁরা পাঠিয়েছেন সেসব ছবি ও ভিডিও। এসব ছবি ও ভিডিও প্রচারিত হবে প্রথম আলোর ওয়েবসাইটে।
যে সত্য–আশা–অধিকার–বিপন্নতা ও বিস্ময়ের কথা প্রথম আলো গত ২৫ বছর লিখে গেছে, সেই একই সত্য ও সাহস নিয়ে প্রথম আলো ২৬ বছরে পদার্পণ করছে। প্রিয় পাঠক, জুলাই–আগস্টের অভ্যুত্থান–পরবর্তী সময়ের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথম আলোর সঙ্গে ফিরে দেখা ছাত্র–জনতার আন্দোলন খতিয়ে দেখুন। ছাপা পত্রিকার পাশাপাশি অনলাইনেও (ডিজিটাল স্ক্রিন) পড়া যাবে এসব লেখা। এত সব ভালো লেখা না পড়লে হয়তো আফসোস থেকে যাবে।