শহীদ শেখ রাসেল স্কুল চেস টুর্নামেন্টে-২০২৩–এ বালিকা ছোট বিভাগে (প্রথম-চতুর্থ শ্রেণি) প্রথম পুরস্কার পায় রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের ইংরেজি ভার্সনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জোয়েনা মেহবিস। ১৮ অক্টোবর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত শেখ রাসেল দিবস ২০২৩–এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে এই পুরস্কার বিতরণ করেন।
সাউথ পয়েন্টের ইংরেজি মাধ্যমের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো গ্রেড থ্রির শিক্ষার্থী মুহতাদী তাজওয়ার ও গ্রেড ফাইভের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহীদুল্লাহ্।
সম্প্রতি বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত শেখ কামাল জাতীয় যুব দাবা প্রতিযোগিতায়ও সাউথ পয়েন্ট স্কুল দুটি শাখায় চ্যাম্পিয়ন ও একটিতে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছিল। তাঁদের মধ্যে গ্রেড সিক্সের শিক্ষার্থী ওয়ার্শিয়া খুসবু ইতিমধ্যে বিশ্ব দাবা সংস্থার ‘উইমেন কেন্ডিডেট মাস্টার’ খেতাবে ভূষিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ দাবা ফেডারেশন কর্তৃক বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে সে।