ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে বাংলাদেশি এক তরুণকে আটক করেছে ভারতীয় পুলিশ। আজ বুধবার ভোরে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে সে দেশের পুলিশের কাছে সোপর্দ করেন।
আটক তরুণের নাম মুহাম্মদ ইয়াছিন (১৯)। তিনি ফেনীর পরশুরাম উপজেলার বাউরপাথর গ্রামের মুহাম্মদ মিজানের ছেলে। মিজান দাবি করেন, প্রতিদিনের মতো ভোরে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি একটি জমিতে কাজ করতে গিয়েছিলেন ইয়াছিন। সেখান থেকে তাঁকে ধরে নিয়ে গিয়ে ওপারের লোকজন পিটুনির পর পুলিশে দিয়েছেন।
তবে বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘যতটুকু জেনেছি, ওই তরুণ অবৈধভাবে সীমান্তের ওপারে গিয়েছিলেন। স্থানীয় নাগরিকেরা পিটুনি দিয়ে তাঁকে পুলিশের কাছে দিয়েছেন। জানা গেছে, আহত ইয়াছিন বর্তমানে ত্রিপুরার শান্তির হাট হাসপাতালে চিকিৎসাধীন।’
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, অনুপ্রবেশকালে ইয়াছিনকে আটক করেছে ভারতীয় পুলিশ। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া থানা-পুলিশ হেফাজতে রয়েছেন। বিষয়টি নিয়ে অনেকে গুজব ছড়ানোর চেষ্টা করছেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।