মায়ের চোখের ধারা বেয়ে
ছেলে সাঁঝে পৌঁছয় দাওয়ায়;
খোকা, তোর হাত কই দু’পা—
দেহটা কোথায় ফেলে এলি?
মা, বোমা–গ্রেনেড কেড়ে নেয়
গুলি, উড়োজাহাজি ধোঁয়ায়;
শেষমেশ মুক্তি পাই ছায়া
তোর গর্ভাশয়ে, আশ্রয়ে মা!
তাই ওরা, মুক্তিযোদ্ধা কয়,
মুক্ত ছায়া, তোমার আঁচলে
গিঁট দাও, সুমন্ত বাতাস,
আছি, পুরো ভূমিচিত্র ছেয়ে;
জগজ্জননীর হু হু শ্বাস
উড়িয়ে পুড়িয়ে স্বাধীনতা;
অন্ধকারে খোকা ফেরে ঘরে,
যদিও–বা মা এখন গোরে;
কালসিটেরঙা শীতকাঁথা
বোনে মেদুরম আকাশিয়া!