বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর দ্রুত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ রোববার পরিষদের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক। এই মামলা থেকে তাঁদের সবাইকে অব্যাহতি দিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছে ঐক্য পরিষদ।
গত ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পর গত ৩১ অক্টোবর তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। মামলাটি করেন ফিরোজ খান নামের এক বিএনপি নেতা। পরে ফিরোজকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হলেও মামলা চলমান থাকে।
গত ২২ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে রংপুরে সনাতনী সম্প্রদায়ের আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁর জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এর পর থেকে তিনি কারাগারে আছেন।