গ্রেপ্তার
গ্রেপ্তার

কক্সবাজার

র‍্যাবের অভিযানে ডাকাত শাহীন বাহিনীর দুই সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয় ডাকাত দল শাহীন বাহিনীর সদস্য। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার কচ্ছপিয়ার দক্ষিণ পাড়ার আবুল কাশেমের ছেলে মিজানুর রহমান (৩৬) ও উত্তর পাড়ার রশিদ আহমদের ছেলে মো. হাশেম (৩৭)। দুজনের বিরুদ্ধেই পৃথকভাবে হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

দুজনকে গ্রেপ্তারের বিষয়টি র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. কামরুজ্জামান নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার দুজন ডাকাত দল শাহীন বাহিনীর সদস্য। ৯ অক্টোবর কচ্ছপিয়াতে মনির উদ্দিন (২২) নামের এক তরুণের ওপর সশস্ত্র হামলা চালান শাহীন বাহিনীর সদস্যরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে মনিরের শরীরের বিভিন্ন অংশে জখম হয়। দুজনকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, কক্সবাজারের রামু ও নাইক্ষ্যংছড়ির দুর্গম সীমান্ত দিয়ে মিয়ানমারের চোরাই পশু ও মাদক চোরাচালান কারবারের সঙ্গে যুক্ত রয়েছে শাহীন বাহিনী। স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধির ছত্রচ্ছায়ায় এসব চোরাচালান নিয়ন্ত্রণ করেন শাহীন ডাকাত বাহিনীর প্রধান শাহীনুর রহমান ওরফে শাহীন। তাঁর বিরুদ্ধে রামু ও নাইক্ষ্যংছড়ি থানায় চারটি হত্যা, পাঁচটি ডাকাতি, তিনটি অস্ত্র ও একটি মাদকের মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি রাতে র‌্যাবের একটি দল বান্দরবান সদরের মেঘলা এলাকা থেকে এক সহযোগীসহ শাহীনকে গ্রেপ্তার করলেও দুই মাসের মাথায় জামিনে বের হয়ে আসেন তিনি।