কথাসাহিত্যিক আফরোজা পারভীনকে সম্মাননা ক্রেস্ট, শুভেচ্ছাপত্র ও চেক দেওয়া হয় দেওয়া হয়। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন, ঢাকা, ২৪ নভেম্বর
কথাসাহিত্যিক আফরোজা পারভীনকে সম্মাননা ক্রেস্ট, শুভেচ্ছাপত্র ও চেক দেওয়া হয় দেওয়া হয়। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন, ঢাকা, ২৪ নভেম্বর

অনন্যা সাহিত্য পুরস্কার পেলেন কথাসাহিত্যিক আফরোজা পারভীন

সরল বক্তব্যের মধ্য দিয়ে পাঠকের কাছে পৌঁছাতে পারা লেখকের বড় পরীক্ষা। কথাসাহিত্যিক, গবেষক ও নাট্যকার আফরোজা পারভীন সহজ-সরল গোছানো লেখার ভেতর দিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন পাঠকের কাছে।

অনন্যা সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে আলোচকদের বক্তব্যে উঠে এল এসব কথা। এবার অনন্যা সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক আফরোজা পারভীন। রাজধানীতে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আজ শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

আফরোজা পারভীনকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এ ছাড়া সম্মাননা ক্রেস্ট, শুভেচ্ছাপত্র ও এক লাখ টাকার চেক দেওয়া হয়। আফরোজা পারভীন বলেন, লেখককে গল্প খুঁজতে হয় না। চারপাশের প্রতি সংবেদনশীল হলে গল্প লেখকের কাছে আসে। এ সময় তিনি তাঁর লেখক জীবনে পরিবার-স্বজনদের কাছ থেকে পাওয়া সমর্থনের কথা উল্লেখ করেন। মুক্তিযুদ্ধের সময়ের ভয়াবহ অভিজ্ঞতা, নিজের ভাই হারানোর অতীতসহ দীর্ঘ অভিজ্ঞতার কথা উঠে আসে তাঁর বক্তব্যে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাক্ষিক অনন্যা ও ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। তিনি বলেন, অনন্যা যোগ্য নারীকে সম্মাননা দিতে পেরে খুশি। এমন এক সময় ‘অনন্যা শীর্ষ দশ’ এবং ‘অনন্যা সাহিত্য পুরস্কার’ দেওয়া শুরু হয়েছিল, যখন সমাজে নারীকে মূল্যায়ন করা হতো না।

কথাসাহিত্যিক আন্দালিব রাশদী বলেন, আফরোজা পারভীনের লেখার মধ্য দিয়ে দৃশ্যপট আঁকতে পারেন। তাঁর লেখা পাঠের সময় দৃশ্য আর চরিত্রগুলো চোখের সামনে ভেসে ওঠে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আফরোজা পারভীনের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক হামীম কামরুল হক এবং কথাসাহিত্যিক নাসরীন মুস্তফা।

অনুষ্ঠানের শুরুতে আফরোজা পারভীনের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্রে কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই বলেন, আফরোজা পারভীনের কথা সাহিত্যিক হিসেবে একটি বক্তব্য আছে সমাজ নিয়ে। আর সেই বক্তব্য প্রকাশ পায় তাঁর ক্ষোভ এবং প্রতিবাদের ভাষার মধ্য দিয়ে। তথ্যচিত্রে কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক বলেন, ‘বাংলা কথাসাহিত্যে শক্তিশালী নাম আফরোজা পারভীন।’ অনুষ্ঠান সঞ্চালনা করেন কথাসাহিত্যিক ঝর্ণা রহমান।