মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল ঢাকায় আসছেন। তাঁর এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্দুল মোমেন এই আশার কথা বলেন।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইলের আগামী ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ঢাকা সফরে আসার কথা রয়েছে।
এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন একটি বড় দল নিয়ে। আমরা যে শ্রমিক পাঠাই, এগুলোতে অনেক সময় উল্টাপাল্টা কাজ হয়। উনি আসছেন এগুলো ঠিক করার জন্য।’
আব্দুল মোমেন বলেন, তাঁর বিশ্বাস, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসার পর দেশটিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে যে সিন্ডিকেট–দৌরাত্ম্য আছে, তা দূর হবে। এর ফলে বাংলাদেশি কর্মীরা হয়তো কম খরচে মালয়েশিয়ায় যেতে পারবেন।