অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা

বাংলা তখনই মর্যাদা পাবে যখন এটি জীবিকার ভাষা হবে: বিশ্বজিৎ ঘোষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও একুশে পদকজয়ী বিশ্বজিৎ ঘোষ বলেছেন, বাংলা ভাষা এখন মানুষের জীবিকার ভাষা নয়, বৃত্তির ভাষা নয়, কর্মের ভাষা নয়। আর এ জন্য বাংলা প্রকৃত মর্যাদা পায় না। বাংলা ভাষা তখনই মর্যাদা পাবে যখন এটি জীবিকার ভাষা হবে।

শুক্রবার বিকেলে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে বিশ্বজিৎ ঘোষ এসব কথা বলেন।  

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বজিৎ ঘোষ তাঁর দীর্ঘ আলোচনায় ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং বাংলা ভাষার বর্তমান অবস্থা সম্পর্কে আলোকপাত করেন।
এ সময় বিশ্বজিৎ ঘোষ বলেন, বাংলা ভাষাকে মর্যাদা দিতে হলে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হতে হবে। সেই সঙ্গে উচ্চশিক্ষায় যদি বাংলা ভাষা চালু না হয়, তাহলে বাংলা ভাষা তার মর্যাদা পাবে না।

সভাপতির বক্তব্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদার তরুণ প্রজন্মের প্রতি বাংলা ভাষার সঠিক ব্যবহারের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক শিপ্রা সরকার, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার প্রমুখ।