ছিনতাইয়ে জড়িত থাকার মামলায় রিমান্ড শেষে কনস্টেবল পুসিদার হোসেন ও ব্যবসায়ী আসাদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)। একই ঘটনায় গ্রেপ্তার সার্জেন্ট মো. ইকবাল ও সৈনিক মো. মাকসুদকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এই চারজনকে গত সোমবার গ্রেপ্তার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা এক প্রবাসীর কাছ থেকে মালামাল ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তাঁদের কাছ থেকে একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পুসিদার হোসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কনস্টেবল ও আসাদুল হক নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। সার্জেন্ট ইকবাল ও সৈনিক মো. মাকসুদ র্যাব সদর দপ্তরে কর্মরত ছিলেন। তাঁরা সেনাবাহিনী থেকে র্যাবে এসেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুজন আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছিল এবং অন্য দুজনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার রিমান্ড শেষে আদালতে নেওয়া হলে আদালত পুসিদার ও আসাদুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।