ধোলাইখালে সংঘর্ষে গয়েশ্বর আহত, নিয়ে গেছে পুলিশ

পুলিশের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষের একপর্যায়ে আহত হন গয়েশ্বর চন্দ্র রায়
ছবি: শুভ্র কান্তি দাশ

পুরান ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হয়েছেন। পুলিশ তাঁকে একটি দোকানের ভেতরে নিয়ে যায়।  পরে তাঁকে একটি পুলিশ ভ্যানে করে সরিয়ে নেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, ধোলাইখালে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রথমে পুলিশের ধাওয়ায় বিএনপির নেতা-কর্মীরা পিছিয়ে যায়। পরে  বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে ধাওয়া দেয়। সংঘর্ষের একপর্যায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। তাঁর মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়।

পুলিশের একটি ভ্যানে নিয়ে যাওয়া হয় গয়েশ্বর চন্দ্র রায়কে

পুলিশ সদস্যরা জানান, গয়েশ্বরকে  চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, গয়েশ্বর চন্দ্র রায়কে নিয়ে যাওয়ার আগে তাঁকে লাঠি দিয়ে পিটিয়েছে পুলিশ। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। সে অবস্থায়ও তাঁকে লাঠিপেটা করা হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে ধোলাইখাল এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীদের সরিয়ে দেয় পুলিশ।